বিহারে ট্রেন লাইনচ্যুত, নিহত কমপক্ষে ৭

Slider সারাবিশ্ব


ঢাকা: ভারতের বিহারে দিল্লিগামী একটি ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আজ খুব ভোরে বিহারের ভাইশালি জেলায় এ ঘটনা ঘটে। এ সময় জগবাণী-আনন্দ বিহার সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেনটির ১১টি বগি লাইনচ্যুত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এতে বহু মানুষ আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত বহু মানুষ ওইসব বগিতে আটকরা পড়ে ছিলেন। তাদের অবস্থা কি তা জানা যায় নি। ফলে নিহতের সংখ্যা অনেক বাড়ার আশঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা এএনআই বলেছে, ওই দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন পূর্ব মধ্য রেলওয়ের জেনারেল ম্যানেজার এলসি ত্রিবেদী। ভাইশালিতে দিল্লিগামী ওই ট্রেনটি স্থানীয় সময় ভোর ৩-৪টার দিকে শাদাই বুজুর্গ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। পূর্ব মধ্য রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার বলেছেন, লাইনচ্যুত বগির মধ্যে রয়েছে একটি সাধারণ কোট, একটি এসি কোচ, তিনটি স্লিপার কোচ এবং অন্যান্য চারটি কোচ। দুর্ঘটনাকবলিত ১২৪৮৭ নম্বরের ট্রেনটি এ সময় পূর্ণ গতিতে চলছিল। ফলে লাইনচ্যুত হওয়ার পর তা দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর পরই সেখানে উপস্থিত হন স্থানীয় লোকজন। তারা ভিতরে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধারের চেষ্টা চালান। পরে উদ্ধার অভিযান শুরু করে রেল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *