শেখ মামুন, রাজবাড়ী প্রতিনিধিঃ সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরপদ খাদ্য পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এস এস সি পরিক্ষার কারণে গুরুত্বপূর্ণ এলাকায় র্যালী না করে শহরের পান্না চত্ত্বর হয়ে শহীদ খুশি রেলের মাঠের দক্ষিন প্রান্তের রাস্তা হয়ে ফের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে এসে র্যালীটি শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকরে সম্মেলণ কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে উপস্থত ছিলেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মুনশী মুজিবর রহমান, এনজিও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আলোচনা সভায় যোগ দেন।
এ সময় নিরাপদ খাদ্যের গুরুত্ব, অপকারীতা ও উপকারীতা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।সে সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।