রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার পত্র ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে।
দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে জোরপূর্বক আ’লীগ নেতার নেতৃত্বে একদল যুবক শিক্ষকদের মারধরের হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহারের পত্র ছিনিয়ে নেয়।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো.মনিরজ্জামান বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ (শনিবার)। এদিকে এসএসসি পরীক্ষা থাকায় বিদ্যালয়ের দায়িত্ব আমাকে দেয় প্রধান শিক্ষক। সকাল থেকে তিনজন অভিভাবক সদস্য মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। হঠাৎ ছাতির বাজার এলাকার আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল হক মোড়ল ও ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল যুবক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। পরে আমাদের মারধরের হুমকি নিয়ে অভিভাবক সদস্য (মহিলা) শেফালি বেগমের মনোনয়ন প্রত্যাহার পত্র ছিনিয়ে নেয়।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো.সাইফুল ইসলাম বলেন, বিষয়টি সহকারি প্রধান শিক্ষক আমাকে ফোনে জানিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।