রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর মডেল থানা পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে থানার মোড় থেকে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এরপর পুলিশ সেবা সপ্তাহ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো.শাহিদুল ইসলাম, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) শেখ সাদি, পরিদর্শক (অপারেশন) মো.আবুল কালাম ভূঁইয়া, সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
র্যালীটি শ্রীপুর চৌরাস্তা প্রদক্ষিন শেষে থানা চত্বরে শেষ হয়। সেখানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো.শাহিদুল ইসলাম ও শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদুল ইসলাম পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তাঁরা বলেন, পুলিশ বিভাগ দেশের আইন শৃঙ্খলা রক্ষাসহ বিবিধ গুরুত্বপূর্ন দায়িত্ব অতি সফলতার সহিত পালন করছে। মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর উজ্জল ভূমিকার কথা স্মরণ করে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর শুভ উদ্ভধোন ঘোষণা করেন।