সাধুদের ধূমপান ছাড়ার পরামর্শ রামদেবের

Slider বিচিত্র

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগে গিয়ে কুম্ভমেলায় সাধু-সন্ন্যাসী ও দর্শকদের ধুমপান ছাড়ার পরামর্শ দিলেন ভারতের বিশিষ্ট যোগাগুরু বাবা রামদেব।

তিনি বলেন ‘আমাদের ধূপমান ছেড়ে দেওয়ার সংকল্প নিতে হবে। আমরা সাধুরা বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে আমাদের ঘরবাড়ি, মা-বাবা সহ সমস্ত কিছু ত্যাগ করেছি। তাহলে ধূমপান ছাড়তে পারবো না কেন।


বিশিষ্ট এই যোগগুরু গতকাল বুধবার মেলা পরিদর্শনে গিয়ে সন্ন্যাসীদের কাছ থেকে হুকো টানার পাইপ সংগ্রহ করার পাশাপাশি তাদের তামাক বর্জন করার আবেদন জানান। এসময় তাকে জিজ্ঞাসা করা হয় যে, এই হুকোর পাইপগুলিকে তিনি কি করবেন সে প্রশ্নের উত্তরে রামবেদ জানান, ভবিষ্যতে তিনি একটি সংগ্রহশালা নির্মাণ করবেন এবং সেখানেই এই সকল পাইপগুলিকে প্রদর্শনের জন্য রাখা হবে।

গত ১৫ জানুয়ারী মকর সংক্রান্তির দিন শুরু হয় এই কুম্ভমেলা। ৫৫ দিন ধরে চলবে এই মেলা, শেষ হবে আগামী ৪ মার্চ। এটি একটি হিন্দু উৎসব। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। সারা বিশ্বের মধ্যে এটাই বৃহত্তম শান্তিপূর্ণ জন সমাবেশ হিসাবেখ্যাত। এবারে এই মেলায় প্রায় ১৩ কোটি পূণ্যার্থী জমায়েত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *