‘বেদের মেয়ে জোসনা’র কাহিনী নিয়ে এবার নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক। কলকাতার সান বাংলা চ্যানেলে এটি নির্মাণ করছে। এতে প্রধান ভূমিকায় দেখা যাবে রবি শ এবং স্নেহা দাসকে।
সান বাংলা প্রত্যেকটা ধারাবাহিকের জন্য টলিউড তারকাদের মধ্য থেকে একজন করে শুভেচ্ছাদূত ঠিক করেছেন।
‘বেদের মেয়ে জোসনা’ ধারাবাহিকের শুভেচ্ছাদূত হয়েছেন শ্রাবন্তী। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিকটি সান বাংলা চ্যানেলে প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম মুক্তি পায় ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ ছবিটি। ঢালিউডের সবচেয়ে ব্যবসাসফল এ ছবির রিমেক হয় কলকাতায়। সেখানেই ছবিটি বক্স অফিসে সাফল্য পায়। কলকাতার রিমেকে অঞ্জু ঘোষের বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক চিরঞ্জিৎ।