রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় (২৮ জানুয়ারী সোমবার) দুপুরে হামীম স্পিনিং মিলের ভেতরে মাটি চাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
নিহতরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার আপন (২৪) এবং একই এলাকার মুজিবুর রহমান (২৫)।
আহতরা হলেন, কুড়িগ্রামের আল ইমরাণ (৫৫) একই জেলার সাব্বির (২৫) এবং পঞ্চগড়ের ইমরান (২৫)।
তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সংবাদ কর্মীদের কারখানায় প্রবেশ করতে এবং কোন তথ্য দিতে চাননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, কারখানার ভেতরে ইটিপি নির্মাণের কাজ চলছিল। সোমবার দুপুরে নির্মাণ শ্রমিকরা প্রায় ৩৫ফুট গভীর গর্তে বসে রড বাঁধার কাজ করছিলেন। এর একপর্যায়ে গর্তের এক পাশের মাটি ধসে ৫জন শ্রমিক চাপা পড়েন। পরে অন্য সহকর্মী শ্রমিকরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপন ও মুজিবুরকে মৃত ঘোষনা করেন। এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় কারখানার মানব সম্পদ বিভাগের নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব) আব্দুল ওয়াদুদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।