নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাশপুর উপজেলার মধ্যবর্তী সুতিরপাড় এলাকায় গাছ ফেলে ১০ বাস ও ট্রাকে গণডাকাতি হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয় ডাকাতরা। এর ফলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়াগামী প্রায় ৩০টি নৈশকোচ ও পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে।
এসময় ডাকাতরা ১০ বাস-ট্রাকের যাত্রী ও চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও সোনার গহনা লুট করে। ডাকাতরা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বাস ও ট্রাকের কাঁচ ভাঙচুর করে।
পরে খবর পেয়ে বনপাড়া, পাকশি ও ঝলমলিয়া হাইওয়ে পুলিশ গিয়ে গাছ সরিয়ে ফেলে। কিন্তু এর আগেই ডাকাতরা সটকে পড়ে। বনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফুয়াদ লোহানী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।
