অস্ট্রেলিয়ার ইনজুরি আক্রান্ত খেলোয়াড়ের তালিকাটা কেবল দীর্ঘই হচ্ছে। এবার ইনজুরিতে পড়েছেন মিচেল মার্শ। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট চলছে ব্রিসবেনের গ্যাবায়। প্রথম দিন লাঞ্চের পর প্রথম ওভারটি শেষ করেই হ্যামস্ট্রিংয়ের যন্ত্রণাবিদ্ধ হন মিচেল। এরপর তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়। ৬ ওভার বল করেছেন তিনি।
ইনজুরির কারণেই এই টেস্টে খেলতে পারছেন না নিয়মিত অদিনায়ক মাইকেল ক্লার্ক। ইনজুরির কারণে অবসরে যাবার কথাও ভাবছেন তিনি। ক্লার্ক ছাড়া ইনজুরিতে ভূগছেন ফাস্ট বোলার রায়ান হ্যারিস। এবার সেই তালিকায় যোগ দিলেন লাঞ্চের আগে ভারতের ১ উইকেট তুলে নেয়া মিচেল। চতুর্থ ম্যাচে এসে নিজের প্রথম উইকেটের দেখা পেয়েছেন তিনি। এরপর পড়েছেন ইনজুরিতে।