পেশোয়ারে শিশুদের হত্যায় পাকিস্তানজুড়ে শোক

সারাবিশ্ব
image_164045.aপাকিস্তানের পেশাওয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় নিহতের ঘটনায় পাকিস্তানজুড়ে চলছে শোকের মাতম। মোমবাতি প্রজ্বলন করে নিহত স্কুলছাত্রদের স্মরণ করা হচ্ছে। নিহত শিশুদের কয়েকজনের ইতোমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলায় স্কুলের শিক্ষার্থী ও কর্মকর্তা মিলিয়ে ১৪০ জন এবং আরও সাতজন হামলাকারী জঙ্গি নিহত হয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। পাকিস্তানি তালেবানের একজন মুখপাত্র বলেছেন, সেনাবাহিনী পরিচালিত ওই স্কুলে এ হামলা করা হয়েছে মূলত উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার অঞ্চলে জঙ্গিবিরোধী হামলার প্রতিক্রিয়া হিসেবে।

পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, গতকাল মঙ্গলবার মোট সাতজন জঙ্গি নিরাপত্তা বাহিনীর সদস্যের ছদ্মবেশে স্কুলটিতে ঢুকে পড়ে। তারা নির্বিচারে গুলি করে শিক্ষার্থী ও শিক্ষকদের হত্যা করতে শুরু করে। জঙ্গিরা প্রত্যেকেই ছিল আত্মঘাতী বোমা দ্বারা সজ্জিত। পরে সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়ে জঙ্গিদের সবাইকে হত্যা করে।

স্কুলটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এদিকে পেশওয়ারে এই হত্যাযজ্ঞের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। পাকিস্তানি তালিবানদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আফগান তালিবানও এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, নারী ও শিশুদেরকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। সূত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *