রাজবাড়ি: রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২)পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
মঙ্গলবার সকাল ১০টায় পাটুরিয়া থেকে নদী পথে স্পিড বোটে রাজবাড়ী জেলার ১০ কিলোমিটার পদ্মা নদী ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখেন মন্ত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আমরা মন্ত্রী নয় কর্মীর মত কাজ করবো। ছোট বেলা থেকে রাজনৈতিক দলের কর্মীর মত কাজ করেই বড় হয়েছি। রাজবাড়ী সহ সারা বাংলাদেশের মানুষকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য যে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন আমরা সেটা নেবো’।