ঢাকা:নিয়মিত মেডিকেল চেক আপের জন্য সিঙ্গাপুর গেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসকিউ-৪৪৯) বিমানে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
এ সময় পার্টির নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে বিদায় জানান। তার সফরসঙ্গী রয়েছেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদ এর স্ত্রী রুখসানা খান মোর্শেদ।