মাসুদ পারভেজ কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুর কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শুক্রবার গভীর রাতে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান। প্রায় ৪৫ মিনিটের পরিদর্শনকালীন সময়ে তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলে চিকিৎসা সেবার মান ও নানা বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি মফিজা বেগম নামে এক দরিদ্র রোগীকে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন।
উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার জানান, শুক্রবার বিকেলে কিশোরগঞ্জে সরবরাহ করা ভিটামিন এ প্লাস ক্যাপসুলের নমুনা পর্যবেক্ষণ শেষে ঢাকা ফেরার পথে রাত পৌনে ১১ টায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমাদের হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় তিনি প্রতিটি ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলে চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজ খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি হাসপাতালের অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাহিরের বাগান পরিবেষ্টিত দৃষ্টি নন্দন পরিবেশ ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে ছিলেন।