সাজাপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা অন্যায়কে প্রশ্রয় দেই না, সব সময় এর বিরুদ্ধে থাকব।
শুক্রবার বিকেলে আখাউড়ায় উপজেলা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে আবার ক্ষমতায় বসিয়েছে।
দেশে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের সিঁড়ি পেরুতে পেরুতে একদিন শিখরে পৌঁছে যাবে।