সাংসদ রিমি হত্যা চেষ্টায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরিফ জামিনে মুক্ত

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বাংলার আদালত রাজনীতি সারাদেশ

Arife released

ষ্টাফ করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম

গাজীপুর অফিস: বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি হত্যা চেষ্টা মামলায় আটক গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আরিফ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার সকাল ১১টায় গাজীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। মুক্তি লাভের পর আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের শত শত নেতা-কর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর গাজীপুর জেলা আওয়ামীলীগ অফিসে সংবর্ধনা দেয় জেলা ছাত্রলীগ।

১৭মে শনিবার দুপুরে কাপাসিয়ায় স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি ও আনিছুর রহমান আরিফ সমর্থকদের মধ্যে এক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্ত:ত ২০ জন নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ আরিফ সহ ১১ জন নেতাকে আটক করে। এমপি রিমির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এমপিকে হত্যার চেষ্টা করা হয়েছে। আরিফের পক্ষ থেকে বলা হয়েছে, কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। এমপির পক্ষ হয়ে পুলিশ একটি চায়ের স্টল থেকে আরিফ সহ ১১জন কে আটক করেছে। পুলিশ আরিফের বিরুদ্ধে দুটি মামলা দিয়ে গাজীপুর আদালতে পাঠায়। গাজীপুর আদালতে আরিফের পক্ষে প্রথম অবস্থায় কোন আইনজীবী শুনানী করেন নি। অভিযোগ রয়েছে, সাংসদ রিমির ফোনের কারণে আইনজীবীরা আরিফের পক্ষে দাঁড়ায় নি। অবশেষ আদালত জামিন দিলে তিনি মুক্তি লাভ করেন। আরিফের মুক্তির দাবিতে গাজীপুর ও কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও হরতাল পালিত হয়।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *