ঢাকা:জামালপুরের মেলান্দহের নিজ গ্রাম রেখিরপাড়ায় মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক আমানউল্লাহ কবির। আজ সকাল সাড়ে ১০টায় মেলান্দহ উপজেলার রেখিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় সাংবাদিক আমানউল্লাহ কবিরের মরদেহ জামালপুরে আনা হয়। এরপর তার মরদেহ জামালপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে রাখা হয়। সেখানে গণমাধ্যমকর্মীরাসহ জেলার সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাজার নামাজের আগে মরহুমের বড় ছেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রযোজক শাতিল কবির বাবার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।
জানাজায় অংশ নেন- মরহুমের ভাই গণফোরামের কেন্দ্রীয় নেতা নঈম জাহাঙ্গীর, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকসহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা।