হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট-কুড়িগ্রাম জেলার নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে প্রার্থীরা দৌড়-ঝাঁপ শুরু করেছেন।
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই তারা এমপি হতে জোর লবিং চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগে থেকেই প্রার্থিতা জানান দিতে ফেসবুকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীদের কর্মী-সমর্থকগোষ্ঠী।
বিশেষ করে এবারে সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়-ঝাঁপে এগিয়ে আছেন কুড়িগ্রাম-লালমনিরহাট জেলার নারী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমী এবং বিশিষ্ট সমাজসেবক, কবি, সাহিত্যিক ও লালমনিরহাট নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি।
বিউটি লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের স্ত্রী।
ফেরদৌসী বেগম বিউটি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জনগণের সেবা করার সুযোগ দিলে আমি প্রস্তুত আছি।
অন্যদিকে, সাবেক এমপি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আবারো সুযোগ চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।