দাম্পত্য বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় দিনমজুর শ্বশুরের ঘরে মাদকাসক্ত জামাতা পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় বুধবার সকালে শাশুড়ি বাদী হয়ে জামাতাসহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
বগুড়ার ধুনট থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের দিনমজুর শাহজাহান আলীর মেয়ে বিলকিস খাতুনের সঙ্গে প্রায় ৬ বছর আগে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে খোকন মাহমুদের সাথে বিয়ে হয়। বিয়ের পর জীবিকার তাগিদে স্বামী-স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেয়। সেখানে একটি ভাড়া বাসায় অবস্থানকালে ৪ বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়ে খোকন মাহমুদ।
এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। অকারণে বিলকিস খাতুনকে নানাভাবে নির্যাতন করতো খোকন। নির্যাতন সইতে না পেরে প্রায় দুই মাস আগে স্বামীকে ছেড়ে নিরুদ্দেশ হয় বিলকিস। স্ত্রীকে হারিয়ে ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে আসে খোকন। শ্বশুর-শাশুড়ির কাছে স্ত্রীর সন্ধান চেয়ে ব্যর্থ হয়ে রাত সাড়ে ১১টার দিকে খোকন পেট্রল ঢেলে দিয়ে শ্বশুরের ঘরে অগ্নিসংযোগ করে।
এ সময় শ্বশুর-শাশুড়ির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
লোকজনের উপস্থিতি টের পেয়ে খোকন মাহমুদ শ্বশুর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাশুড়ি মল্লিকা খাতুন বাদী হয়ে জামাতা খোকন মাহমুদসহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে খোকন মাহমুদ বলেন, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আমি জড়িত না। তারা আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।