বগুড়ায় আড়াই মাস ধরে দোকান কর্মচারির চুরি করা ১৪৬ টি স্মার্ট টিভির মধ্যে ৩২টি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার এবং ৩২টি টিভি উদ্ধার করেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, বগুড়া শহরের মেরিনা কমপ্লেক্সের রাজ্জাক ইলেট্রনিক্সের দোকানের গোডাউনে থাকা বেশ কিছু স্মার্ট টিভির মধ্যে ১৪৬ টিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী চুরি হয়। গত প্রায় আড়াইমাস ধরে মার্কেট মালিকের কর্মচারি সোহেল সহ কয়েকজন মিলে একটি একটি করে এই চুরি করে। বিষয়টি ব্যবসায়ি আব্দুর রাজ্জাক বুঝতে পেরে সোমবার রাতে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর জেলা সদরের নুনগোলা দাড়িয়াল গ্রামের রুহুল আমীন ও মো. বিপুল এর বাড়ি থেকে ৩২টি স্মার্ট টিভিগুলো উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে। মামলার প্রধান আসামি মার্কেট কর্মচারি সোহেল পলাতক রয়েছে। অন্যান্য চুরি হওয়া পণ্য উদ্ধারে অভিযান চলছে।