কালো টাকার তালিকায় তৃতীয় দেশ ভারত

সারাবিশ্ব

blk mnyগচ্ছিত কালো টাকা নিয়ে এখনও অন্ধকারে ভারত। অথচ আন্তর্জাতিক মহলের বিচারে, কালো টাকার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে দেশটি। গ্লোবাল ফিনানসিয়াল ইন্টিগ্রিটির রিপোর্ট অনুযায়ী, ২০০৩ থেকে ২০১২ পর্যন্ত গত দশ বছরে ভারত থেকে বিদেশের ব্যাংকে অবৈধভাবে জমা পড়েছে ২৮ লক্ষ কোটি টাকা। বিদেশে গচ্ছিত কালো টাকার তালিকায় এই মুহূর্তে শীর্ষে

রয়েছে রাশিয়া। সেখান থেকে বিদেশে সঞ্চিত কালো টাকার পরিমাণ ১২২ বিলিয়ন ডলার। এর পরেই রয়েছে চীন। সংস্থাটি জানিয়েছে, ২০১২ সালেই ‘অপরাধ, দুর্নীতি ও কর ফাঁকি’র জন্য উন্নতিশীল দুনিয়া থেকে যে পরিমাণ অবৈধ পুঁজি বিদেশে বেরিয়ে গিয়েছিল তার পরিমাণ ছিল ৯৯১.২ বিলিয়ন ডলার (১ বিলিয়ন= ১০০ কোটি)। এর মধ্যে ভারতের বেনামা পুঁজির অংশ অন্তত ১০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *