ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের জন্য বানানো হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। আর এ জন্য কাটা পড়েছে ১ হাজার গাছ।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে দেশটির পরিবেশবিদরা।
জানা গেছে ওড়িশ্যার বালাঙ্গীর শহরে ২০১৬-তে ২.২৫ হেক্টর জমিতে চারাগাছ লাগিয়েছিল রেল কর্তৃপক্ষ। হেলিপ্যাডের জন্য জায়গা দরকার হওয়ায় সেখানকার ১.২৫ হেক্টর জমির সব গাছ কেটে ফেলা হয়েছে। এতে অন্তত ১০০০টি গাছ কাটা পড়েছে। আর সেই জায়গাতেই তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড।
এদিকে এসব গাছ কাটার জন্য নেওয়া হয়নি বন অধিদফতরের অনুমতি। ‘দ্য হিন্দু’তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি, বন অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ‘১০০০টি গাছ কাটার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। সম্ভবত ১০০০ থেকে ১২০০টি গাছ কাটা হয়েছে। ’
বন অধিদফতরের রিপোর্ট থেকে জানা গেছে, প্রতিটি গাছের উচ্চতাই ছিল কমবেশী ৪ থেকে ৭ ফুটের মতো।
ইস্ট কোস্ট রেলওয়ে (ECoR)-র পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনাটিরই একটি তদন্ত করা হবে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।