সাভার: আজও বিক্ষোভ দেখাতে রাস্তায় অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকরা। আশুলিয়া ও সাভারে বিক্ষোভ করছেন তারা। ইতিমধ্যে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অর্ধশতাধিক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় সূত্র। এসময় পুলিশের শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনূর রহমান কালের কণ্ঠকে জানান, অর্ধশতাধিক গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা ১০টি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় ২০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
এর আগে গতকাল শনিবার আশুলিয়ায় রাস্তা আটকে দেন শ্রমিকরা। এসময় সেখানে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। গতকালও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকার মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে এবং মিরপুর-১৪ নম্বর এলাকাতেও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।