রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা থকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক স্বপ্না আক্তার (৩০) পৌর এলাকার কেওয়া গ্রামের আব্দুল্লাহ্ আল মামুনের স্ত্রী।
গতকাল শনিবার ভোর রাতে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার কেওয়া বাজারের পাশ থেকে ইয়াবা বিক্রির সময় ওই নারীকে আটক করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহযোগিতায় তাকে তল্লাশী করে একটি ছোট্ট ব্যাগের মধ্যে মাদকদ্রব্য ইয়াবা ৬’শত পিস উদ্ধার করা হয়েছে। পরে শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার (স্বপ্না) বিরুদ্ধে মামলা নিয়ে আদালাতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
