কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় মারা গেলেন ১২৯ জন কঙ্গো নাগরিক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে লেক টাঙ্গানিকায়।
বিবিসি সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া খারাপ থাকার ফলে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। তার জেরেই সলিল সমাধি ঘটে যাত্রীবাহী নৌকা মুটাম্বালা। নৌকাডুবির ফলে মারা গিয়েছেন প্রায় ১২৯ জন সাধারণ নাগরিক। মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। পাশাপাশি নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
অন্যদিকে দেশের পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে উদ্ধারকাজ৷ এখনও পর্যন্ত ২৩২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।