বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে স্বপ্ন নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের জন্য ৭১-এ মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন, ‘অবৈধ-অনৈতিক-দখলদার’ এ সরকার সে স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনায় ছিল একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, স্বাধীনতার ৪৩ বছর পরও এই ‘দখলদার’ সরকার খুন, গুম, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে মানুষের সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব পড়েছে হুমকির মুখে।
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, আন্দোলন করছে। এটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হবে না। খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তা চলবে।