“অন্যরকম সুখ”
খায়রুননেসা রিমি
ভীষণ রকম ভালো আছি
অন্য রকম সুখে,
মনটা খুলে হাসছি আমি
কাঁদছি না আর দুখে।
সুখ বাতাসে মনের মাঝে
বইছে ভীষণ ঝড়,
দুঃখ গুলো সব হয়েছে
এখন আমার পর।
দুঃখ বিহীন এই জীবনে
এইতো আছি বেশ,
আনন্দে তাই কাটছে সময়
সুখের নাই তো শেষ।
৯-১-১৯
সকাল ৭টা ২০ মিনিট
মাগার দিয়া।