পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় কমপক্ষে ২০ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বিবিসি, আল-জাজিরা, রয়টার্স ও এপির মতো সংবাদমাধ্যমগুলো জানায়, হামলায় আহত হয়েছে আরও অন্তত ২৭ জন। বন্দুকধারীরা স্কুলটির শতাধিক শিক্ষার্থীকে জিম্মি করেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক সাংবাদিক জানান, বন্দুকধারীরা স্কুলটিতে প্রবেশের পর ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। সেনারা চারদিক থেকে স্কুলটি ঘিরে রেখেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনী নিয়ন্ত্রিত আর্মি পাবলিক স্কুলে ছয় বন্দুকধারী প্রবেশে করেছে। স্কুলটির ভেতরে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, স্কুলের দেয়াল ডিঙিয়ে জঙ্গিরা সেখানে প্রবেশ করেছে। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত আছে।
সূত্র : বিবিসি, আল-জাজিরা, রয়টার্স