ব্রাজিলের ফোরটাজেলা শহরে সহিংসতা মোকাবেলায় প্রায় ৩০০ সেনা মোতায়েন করা হয়েছে। চলতি সপ্তাহে ফোরটাজেলার দোকান, ব্যাংক ও বাসের ওপর একাধিক হামলার পরিপ্রেক্ষিতে ব্রাজিলের বিচার মন্ত্রণালয় বিশেষ সেনা মোতায়েনের এ আদেশ দিয়েছে।
এসব সেনা সিয়েরা রাজ্যজুড়ে টহল দেবে বলে জানিয়েছে বিবিসি।
প্রসঙ্গত, স্থানীয় কারাগারগুলোতে নতুন কঠোর নিয়ম চালু করার প্রতিবাদে বিক্ষোভের অংশ হিসেবে এসব হামলা করা হচ্ছে। সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, রাজ্যের কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে মোবাইল ফোন সিগন্যাল বন্ধ করে দিয়েছে এবং অপরাধী গ্যাংগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে বন্দীদের পৃথক রাখার নীতিও বন্ধ করে দেওয়া হয়েছে।