গ্রাম বাংলা ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার মুক্তা রামপুর মাঠে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে রিন্টু মুন্সী (৩৫) নামের আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এসময় আরো দুই কর্মী গুলিবিদ্ধ হন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রিন্টু মুন্সী (৩৫) সদর উপজেলার মারন্দী গ্রামের হবিবর মুন্সীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন আজাদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
স্থানীয় সূত্র জানায়, ৮টার পরে রিন্টু মুন্সী ও আব্দুল মজিদ সহ আওয়ামী লীগের তিন কর্মী পুশবাড়িয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মুক্তা রামপুর মাঠে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে তিন জনই গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রিন্টুকে মৃত ঘোষণা করেন।
বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মালেক হতাহতদের নিজ কর্মী বলে দাবি করে জানান, তার প্রতিপক্ষ শহীদ শিকদার এ হামলা চালিয়েছে।