ঢাকা:সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ফের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। আজ শনিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জাপার একটি সূত্র জানিয়েছে।
জাপা প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার বলেন, জাপা চেয়ারম্যান নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে হাসপাতালে গেছেন। তার ব্লাড নিতে হয়। আগামীকাল সিএমএইচ থেকে সংসদ ভবনে দুপুর ১২ টায় শপথ নিয়ে বাসায় ফিরবেন। তার স্বাস্থ্যের অবস্থা ভালো ।
সাবেক এই রাষ্ট্রপতি অনেকদিন ধরেই নানান জটিলতায় ভুগছেন। গত নভেম্বর থেকে দিনে দিনে তার অবস্থার অবনতি হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। ফিরে আসেন ২৬ ডিসেম্বর।
ফেরার পর প্রায় সিএমএইচে যেতে হচ্ছে নিয়মিত পরীক্ষার জন্য।
কয়েকদিন ধরে হাটা-চলা করতেও তার কষ্ট হচ্ছে। তবে ক্রমেই তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানান জাপা নেতারা। ৩ ডিসেম্বর জাপার অন্যান্য এমপিরা শপথ নিলেও তিনি যেতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে।
উল্লেখ্য, আগামীকাল রোববার দুপুর ১২ টায় তার শপথ নেয়ার কথা রয়েছে।