ঢাকা:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ করতে ‘জাতীয় জরুরি অবস্থা ( ন্যাশনাল ইমার্জেন্সি)’ ঘোষণা করতে পারেন তিনি। কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি এটা করবেন।
এর আগে ডেমোক্রেট দলীয় শীর্ষ সদস্যদের সঙ্গে দেখা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় ডেমোক্রেট সদস্যদের ওই দেওয়াল নির্মাণে ফান্ডের যোগান দিতে অনুরোধ জানান তিনি। কিন্তু তারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই পরিপ্রেক্ষিতে জরুরী অবস্থা ঘোষণার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সরকারের আংশিক কাজ বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। এখন তার মেয়াদকালের সর্বশেষ বছরের তৃতীয় সপ্তাহ চলছে।
সূত্র: বিবিসি