আরো একটি শিরোপার দিকে চোখ এখন রিয়াল মাদ্রিদের। তাদের কোচ কার্লো আনচেলোত্তির অধীনে সব আসরের শিরোপাই জিতেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। মরোক্কোতে মঙ্গলবার রাতে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে তারা মুখোমুখি হচ্ছে মেক্সিকান ক্লাব ক্রুজ আজালের বিপক্ষে। এর আগে ২০০০ সালে একবারই কেবল এই আসরে খেলেছে। হয়েছিলো চতুর্থ। অন্য অনেক শিরোপা রিয়ালের অর্জনের তালিকায় আছে। কেবল নেই এই ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাটা। দারুণ আগ্রাসী ও ফর্মে থাকা দলটি এবার তাই কিছুতেই মিস করতে রাজি নয় এই আসরের মুকুটটি।
এর মধ্যে টানা ২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে রিয়াল। আর তাদের মূল শক্তি ক্রিশ্চিয়ানো রোনালদো তো আছেন আগুণ ফর্মে। ২০১৪ সালে ৬১ গোল করেছেন। হ্যাটট্রিকের নতুন রেকর্ড গড়েছেন। তাকে আক্ষরিক অর্থেই গোলমেশিন বলা যায়। ক্যারিয়ারে ২৮টি দেশে গোল করেছেন ২৯ বছরের রোনালদো। এখন তার সামনে সুযোগ, ২৯তম দেশটিতে গোল করা। কখনও জিততে না পারা এই ট্রফিটা রিয়ালকে দিতে চাইবেন রোনালদো।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের কোচ আনচেলোত্তি দলকে দিয়েছেন এই শিরোপা জয়ের মন্ত্র। তা করতে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে তিনি বলেছেন, “যে আসরেই খেলি না কেন তার শিরোপা জিততে চাই আমরা। দলের মধ্যে দারুণ পরিবেশ এখন। তাদের নম্বর দিতে বললে আমি পুরো নম্বরই দেব। এ বছর সব শিরোপাই জিতেছি আমরা। এখন মনযোগ ক্লাব বিশ্বকাপে। এটা জিততে চাই আমরা।”