অস্ট্রেলিয়ার সিডনির প্রাণকেন্দ্রে একটি ক্যাফেতে জিম্মি নাটকের অবসান ঘটাতে নিরাপত্তাবাহিনীর সশস্ত্র অভিযানে দুই জিম্মি ও এক বন্দুকধারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সারা দিন সিডনির ওই ক্যাফেতে বন্দুকধারী ইরানি শরণার্থী হারুন মনিস বেশ কয়েকজনকে জিম্মি করে রাখেন।
নিহত দুই জিম্মির মধ্যে একজন পুরুষ (৩৪) ও একজন নারী (৩৮)। এ ছাড়া ওই ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। কমান্ডোদের অভিযানের আগে গতকাল সোমবার পুরো দিন জিম্মি নাটককে কেন্দ্র করে সিডনির কেন্দ্রস্থল বন্ধ রাখা হয়। এরপর ১৬ ঘণ্টা পর মধ্যরাতে সশস্ত্র অভিযানের মধ্য দিয়ে অবসান হয় জিম্মি সংকটের।
বন্দুকধারী ইরানি শরণার্থী হারুন মনিস জিম্মিদের কয়েকজনকে ক্যাফের জানালা দিয়ে একটি আরবি লেখা কালো পতাকা ধরে রাখতে বাধ্য করেন। অভিযানের পর অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, ওই বন্দুকধারী খুব পরিচিত একজন অপরাধী এবং তিনি নিজের অপকর্ম ঢাকতে ইসলামিক স্টেটের প্রতীক ব্যবহার করছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক স্ত্রীকে হত্যার মামলায় ও আরও অন্তত ৪০টি যৌন অপরাধ এবং লাঞ্ছনার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলায় জামিনে ছিলেন হারুণ মনিস। অস্ট্রেলিয়ার নিহত সৈন্যদের স্ত্রীদের কাছে আপত্তিকর চিঠি পাঠানোর অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়। সূত্র: বিবিসি বাংলা