নেদারল্যান্ডসে এক হবু বর অভিনব কায়দায় তুলকালাম ঘটিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার প্রেমিকাকে। ওই বরের ইচ্ছে ছিল বিয়ের প্রস্তাব দেওয়ার সময় ভালবাসার সঙ্গে থাকবে চমক। তার এ অভিনব কায়দায় চমক সৃষ্টির ঘটনায় চমকে যায় কনের প্রতিবেশীরা।
ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের আজেলস্টাইন শহরে। সেখানে ওই হবু বর পরিকল্পনা করেন যে একটি ক্রেন ভাড়া করে, তার ওপর চড়ে তিনি তার প্রেমিকার শোবার ঘরের সামনে উঠে আসবেন। এরপর গানের সুরে তাকে বিয়ের প্রস্তাব দেবেন।
পরিকল্পনা অনুযায়ী তিনি ক্রেনে চেপে বসেন। তবে ক্রেনটিতে উঠে বসামাত্রই ক্রেনের লম্বা হাতলটি ভেঙে পড়ে প্রতিবেশীর ছাদের ওপর। এরপর চালক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে ক্রেনটি সোজা ঢলে পড়ে পাশের বাড়ির দেয়ালের ওপর। এ সময় আতঙ্কিত লোকজন আশপাশের বাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
মজার ঘটনা এর পরও ওই প্রেমিকা তার হবু বরের বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন। তারা এখন আনন্দ করছেন প্রেমিক-প্রেমিকাদের শহর বলে খ্যাত প্যারিসে।