কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকৃতরা হলেন: কুমিল্লা দেবিদ্বার উপজেলাধীন কুরুইন গ্রামের মৃত রেহান উদ্দিনের পালক ছেলে মো. মাহফুজুর রহমান (৩২) ও একই গ্রামের মৃত রেসত আলীর ছেলে মো. আমির হোসেন (২৫)।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের করে দুই ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি রামদা ও দুই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া লোহার রড উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার দেবিদ্বার থানায় মামলা দায়েরের পর তাদেরকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।