নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ফের খেলার মাঠে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরকে সামনে রেখে বুধবার অনুশীলনেও নেমে পড়েন তিনি।
অনুশীলনের অংশ হিসেবে দুপুরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জীম করেন মাশরাফি। এসময় রাজনীতির মাঠে বিজয়ী হয়ে ফের খেলার মাঠে ফেরা বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহীমসহ সতীর্থরা। এসময় তাদের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে উঠেন সদ্য সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি বিন মর্তুজা।
এদিকে, রাজনীতির ধকল পেছনে ফেলে বিপিএল-এর ৬ষ্ঠ আসর উপলক্ষে ঢাকায় ফিরেই ক্রিকেটের দিকে মনোনিবেশ শুরু করেছেন গত আসরে রংপুর রাইডার্সকে শিরোপা এনে দেওয়া এ দলপতি। এ আসরেই দলটির নেতৃত্বে রয়েছেন সফল অধিনায়ক মাশরাফি।
এর আগে, গত ১৪ ডিসেম্বর সিলেটে সিরিজের শেষ ম্যাচ খেলে ঢাকায় ফিরেন মাশরাফি। পায়ে ইনজুরি থাকায় কিছু দিন বিশ্রাম নিয়ে ২৩ ডিসেম্বর গেছেন নড়াইল। মাত্র পাঁচ দিনের মতো সময় হাতে নিয়ে গেলেও জনসংযোগ করতে কোনো কমতি রাখেননি মাশরাফি। পরে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।