দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দরে প্রাইভেট কারের ধাক্কায় মুুুদি ব্যবসায়ী ইসমাঈল হোসেন (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর দ্রুত পালিয়ে যাবার সময় ওই কারের ধাক্কায় অটোবাইকের চালক মিন্টু মিয়া (৩০) ও অটোবাইকের যাত্রী রুহুল আমিন মাষ্টার (৭০) গুরুতর আহত হয়।
আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীবাজারের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী আফছার আলী খানসহ কয়েকজন জানান, দিনাজপুর থেকে ফুলবাড়ি অভিমুখী দ্রুতগামী একটি প্রাইভেট কার চিরিরবন্দরের আমতলীবাজারের মুদি ব্যবসায়ী বাইসাইকেল আরোহী ইসমাঈল হোসেনকে (৫৫) চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই প্রাইভেট কারটি পালিয়ে সময় অপর একটি অটোবাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোবাইকের চালক মিন্টু মিয়া (৩০) ও অটোবাইকের যাত্রী রুহুল আমিন মাষ্টার(৭০) গুরুতর আহত হন।
এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ সড়ক দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় ঘন্টা খানেক যান চলাচল বন্ধ হয়ে যায়।
চিরিরবন্দর থানার এসআই লিটন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।