সরকারের উদ্দেশে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করুন, জাতিকে মুক্তি দিন।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার সকালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের ক্ষত দূর হবে। সরকার বিচার করছে। আশা করি, অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারও হবে।’
এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ও তার সহধর্মিনী বিরোধীদলের নেতা রওশন এরশাদকে নিয়ে স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতী, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, সাইদুর রহমান টেপা, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নুরু প্রমুখ।