সিলেটে ভোট কেন্দ্রে সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলের (২৬) ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে তার লাশ বুঝে নেন স্বজনরা।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিহত সোহেল ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
গতকাল রবিবার বিকেল ৩টার দিকে বালাগঞ্জের আজিজপুর কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সোহেল।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।