,,,মুসাফির আলী,,,
তুমি মুক্ত্
তুমি স্বধীন,
তুমি দুর আকাশের নাটাই ছাড়া ঘুড়ি,
তুমি কিশোরির হাতের মুক্ত রেশমি চুড়ি।।।
তুমি দখিনা হাওয়া,
তুমি পদ্দ পাতার জল,
তুমি পূরনিমার আকাশে জোসনা ছড়ানো পরী,,
তুমি কিশোরির হাতের মুক্ত রেশমি চুড়ি।।।
তুমি গীষমের ক্ষরা,
তুমি আকাশের নীল,
তুমি দুর আকাশের সুতা কাটা বুড়ি,,
তুমি কিশোরির হাতের মুক্ত রেশমি চুড়ি।।।।
তুমি শীতের সকাল,
তুমি ঘাসের বুকে একফোটা শিশির বিন্দু,
তুমি ফুল বাগানে নতুন ফুলের কুড়ি,,,
তুমি কিশোরির হাতের মুক্ত রেশমি চুড়ি।।।
তুমি ফুলের সুভাস,,
তুমি সবুজের সমারোহ,
তুমি রাখাল বালক যার বয়স উনিশ কি কুড়ি,,
তুমি কিশোরির হাতের মুক্ত রেশমি চুড়ি।।।
তুমি বাশির পাগল করা সূর,
তুমি চুখের কাজল,,
তুমি আলেয়ার হাতের গোপন ছুরি,,
তুমি কিশোরির হাতের মুক্ত রেশমি চুড়ি।।।