উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন। সবগুলো কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে জানা গেছে, ২ লাখ ৬৬ হাজার ভোটের ব্যবধানে এই আসনে নির্বাচিত হয়েছেন দেশসেরা এই টাইগার।
সর্বশেষ খবর অনুযায়ী, নড়াইল-২ আসনের সবগুলো কেন্দ্রের ফল গণনায় মাশরাফী পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৮০০৬টি ভোট।
এছাড়া নিজ কেন্দ্রেও বিপুল ব্যবধানে জয় পেয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার। নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ১৯৪৯ জন। এর মধ্যে ১৬৬১টি ভোট একাই পেয়েছেন মাশরাফি। এই কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৬৪টি ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী ডা. এস এম নাসির উদ্দিন ৫টি ভোট পেয়েছেন। বাতিল হয়েছে ১টি ভোট।
সারা দেশের মত নড়াইল-২ আসনেও সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটের দিন দুপুর সোয়া একটায় স্ত্রী সুমনা হক সুমিকে নিয়ে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন মাশরাফী।এ সময় তার সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২ জন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়াও এই আসনে নির্বাচন করা অন্যান্য প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট সমর্থিত অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা: এস এম নাসির উদ্দিন, আম প্রতীকে এনপিপি (ছালু) সমর্থিত মো. মনিরুল ইসলাম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোট সমর্থিত মো. মাহাবুবুর রহমান ও তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল সমর্থিত ফকির শওকত আলী।
নড়াইলের মাশরাফি যে এলাকায় যাচ্ছেন, সেখানকার শিশু-কিশোররাও তার অপেক্ষায় থাকছে!
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: আজ বুধবার (২৬ ডিসেম্বর)-২৭৪- নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আছেন শিশু-কিশোরদের হৃদয়েও। প্রিয় খেলোয়াড়, প্রিয় ব্যক্তিত্বের প্রতি হৃদয়ের সেই ভালোবাসার বহিঃপ্রকাশও ঘটছে প্রকাশ্যেই। মাশরাফি যে এলাকায় যাচ্ছেন, সেখানকার শিশু-কিশোররাও তার জন্য অপেক্ষায় থাকছে। এসব শিশুদের কারো হাতে পোস্টার, কারো বুকে ঝোলানো পোস্টার, কেউ মুখরিত করছে ‘মাশরাফি ভাইকে ভোট দিন’ স্লোগানে। এভাবেই চলছে নড়াইল জুড়ে মাশরাফি বন্দনা, তার প্রচার-প্রচারণা। ড়াইল-২ আসনেরলে প্রচারণার দ্বিতীয়দিনে দুপুরে আমাদা আদর্শ কলেজের প্রবেশদ্বারে মাশরাফির জন্য শিশু-কিশোরদের এমন ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেছে। এদিকে পথে-প্রান্তরে মাশরাফির জন্য অপেক্ষায় ছিলেন ভোটার ও ভক্তরা। বাড়ির সামনে নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ দাঁড়িয়ে মাশরাফিকে অভিবাদন জানান। মাশরাফি ঝিকড়া, আমাদা, বয়রা, সারোল, কুমড়ি, লুটিয়া, মাইগ্রাম, বড়দিয়া, দিঘলিয়া, কোটাকোল, পাঁচুড়িয়া, ঘাঘা, পারমল্লিকপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এর আগে গত সোমবার শ্বশুরবাড়ি লোহাগড়া উপজেলার দেবী গ্রামসহ মিঠাপুর বাজার, ঝামারঘোপ, মাকড়াইল, লাহুড়িয়া, ছত্রহাজারি, মানিকগঞ্জ বাজার, চাঁচই, সিডি স্কুল মাঠ, কালনা বাজার ও লংকারচরে রাত অবধি গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে মাশরাফি বিন মর্তুজা বলেন, আপনারা সবাই নৌকায় ভোট দিবেন। সুন্দর ও সমৃদ্ধশালী নড়াইল গড়ে তোলার চেষ্টা করব। পথসভা এবং গণসংযোগে মাশরাফির সাথে ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাসহ পরিবারের সদস্য ও ভক্তরা।