অনিয়ম, জাল ভোট, ভোট কেন্দ্র দখল ও ভোটারদের ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ও একই অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
রবিবার বেলা ১২টার দিকে দুই প্রার্থীর পক্ষে তাদের প্রতিনিধিরা ভোট বর্জনের ঘোষণা দেন।
সাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম কারাগারে রয়েছেন। তার পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়ক শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জলিল ভোট বর্জনের ঘোষণা দেন।
অন্যদিকে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনিও নাশকতা মামলায় কারাগারে থাকায় তার
পক্ষে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।
দুই প্রার্থীর এই প্রতিনিধিরা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তার জানিয়েছেন, আমাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। রাতেই জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। আর সদর আসনে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহণ হলেও ভোট কেন্দ্র দখল করে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টারনিং কমকর্তা কামরুল ইসলাম ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টারনিং কমকর্তা তহমিনা খাতুন জানান, এ বিষয়ে কোনো প্রার্থীর পক্ষে আমাদেরকে কেউ অবিহত করেননি।