বগুড়ার ধুনট থানা পুলিশ নাশকতা মামলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোলিং অফিসার লুৎফর রহমানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লুৎফর রহমান বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ফুলজোড় গ্রামের অসিম উদ্দিনের ছেলে।
নাশকতা মামলায় গ্রেফতারের পর ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র বলছে, তাকে গ্রেফতারের পর অব্যাহতি দিয়ে অন্য একজনকে পোলিং অফিসার নিয়োগ দিয়েছে।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, লুৎফর রহমানকে পোলিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।
বগুড়ার শেরপুর থানা পুলিশের ওসি বুলবুল ইসলাম বলেন, গত ৫ সেপ্টেম্বর বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করেছিল লুৎফর রহমানসহ বেশ কয়েকজন। এ ঘটনায় শেরপুর থানায় একই দিন রাতে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে লুৎফর রহমানকে শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বগুড়া কারাগারে পাঠানো হয়।