কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৫ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রাহেলা পারভীন শিশির মহাজোটের স্বার্থে নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ আজাদ কমিউনিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলন করেছেন। কালীগঞ্জ উপজেলা শাখার জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জাতীয় পার্টির লাঙ্গল মার্কার সকল প্রকার প্রচার প্রচারণা ও কর্মকান্ড আজ থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। মহাজোটের স্বার্থে নৌকা মার্কাকে বিজয়ের লক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের মহাজোটের নৌকা মার্কাকে বিজয়ী করতে এক যোগে কাজের জন্য দলীয়ভাবে নির্দেশ প্রদান করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জাতীয় যুব সংহতির সভাপতি মো. আব্দুল কাউয়ুম, যুগ্ম সম্পাদক কাজী নোমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. সিরাজ মিয়া ও মো. সৈকত হোসেন সেকু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মো. আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ পৌর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক কাজী কবির হোসেন, সদস্য মো. ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
পরে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আ’লীগের নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষ মিছিল বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।