হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটিসহ টানা চারদিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনকালীন ছুটি ও ব্যাংক ক্লোজিং ছুটি।
বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আমিন বাবুল জানায়, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে শুক্রবার থেকে সোমবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত সাপ্তাহিক ছুটি।
নির্বাচন উপলক্ষে শনি, রোব ও সোমবার ব্যাংকিং ছুটি মিলে টানা চারদিন বন্ধ থাকছে বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম।
মঙ্গলবার (১ জানুয়ারি) থেকে চালু থাকবে বন্দরের সব ধরনের কার্যক্রম। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।