সুন্দরবন রক্ষায় নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি হয়েছে। আগামী ৫ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার শুনানির এ তারিখ ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছউদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন।
গতকাল রবিবার সুন্দরবন রক্ষায় নির্দেশনা চেয়ে রিটটি করেন আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী। রিট আবেদনে পরিবেশসচিব, শিপিং করপোরেশনের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খুলনা ও বাগেরহাটের পুলিশ সুপারকে বিবাদী করা হয়েছে।
গতকাল রবিবার সুন্দরবন রক্ষায় নির্দেশনা চেয়ে রিটটি করেন আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী। রিট আবেদনে পরিবেশসচিব, শিপিং করপোরেশনের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খুলনা ও বাগেরহাটের পুলিশ সুপারকে বিবাদী করা হয়েছে।