উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব গেল সপ্তাহে শেষ হয়েছে। ৩২টি দল থেকে ১৬টি দল নকআউট পর্বে স্থান করে নিয়েছে। এবার শেষ ষোলোর সূচিও প্রকাশিত হয়েছে।
সোমবার প্রকাশিত সূচিতে ভাগ্য সুপ্রসন্ন হয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের। মাদ্রিদের দুটি দলই নকআউট পর্বে সহজ প্রতিপক্ষ পেয়েছে। শেষ ষোলোতে রিয়াল মুখোমুখি হবে শাল্কে জিরো ফোরের। আর অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে বায়ার লেবারকুজেনের বিপক্ষে।
অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো শেষ ষোলোতে একই প্রতিপক্ষকে পেয়েছে বার্সেলোনা ও চেলসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। আর চেলসি তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইকে।
এ ছাড়া, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। বায়ার্ন শাখতার দনেৎস্কের, আর্সেনাল মোনাকোর ও বাসেল পোর্তের বিপক্ষে লড়বে।
শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। আর দ্বিতীয় লেগ হবে মার্চে।