কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি টহল দিতে দেখা গেছে।
গতকাল শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে জিপ ও লেগুনা দিয়ে টহল দেয়। আগামী ২৪ ডিসেম্বর থেকে বিজিবি ও সেনা বাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে থাকার কথা রয়েছে।
সহকারি রির্টানিং ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে গত ১৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ২৪ ডিসেম্বর থেকে মাঠে থাকবে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং জরুরি প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের সহায়তায় তারা গ্রেপ্তার করতে পারবে। নির্বাচনে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে তারা বিশেষ ভূমিকা রাখবে।