বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৫ সালের হজে যেতে সর্বনিম্ম খরচ হবে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা বলে জানিয়েছেন এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। আজ সোমবার নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলন বেসরকারি হজ প্যাকেজের এ ঘোষণা দেন তিনি। কোরবানির টাকা এ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়-এ কথা উল্লেখ করে বাহার বলেন, চলতি মৌসুমে মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রীর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। সরকারিভাবে ১০ হাজার হজযাত্রী, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
গত বছর হাজীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, ওইসব এজন্সিগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এর দায়ভার সরকারের। গত সোমবার হজ প্যাকেজ ২০১৫’র খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বেসরকারিভাবে হজ প্যাকেজ ২০১৫ ঘোষণা করা হয়।