ফেনী সংবাদদাতা
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ফেনী: ফেনী সদর উপজেলার ধর্মপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে আটক হয়েছেন এক পুলিশ সদস্য। এক ঘন্টা পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে পুলিশ ও ওই আসামিকে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকালে সদর উপজেলার ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকাল ৩টার দিকে তিন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করতে ধর্মপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিউদ্দিন দৌড়ে কাঁটাতার টপকে ভারত সীমান্তে ঢুকে যায়। ধাওয়া করতে গিয়ে পুলিশের এএসআই শাহীনও সীমান্তের জিরো লেন পার হয়ে যায়। বিএসএফ তাদের দুজনকে আটক করে।
৪ বিজিবির পরিচালক লে: কর্ণেল কাজী মাহমুদুন্নবী দুজনকে ছেড়ে দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।